Print

Rupantor Protidin

যশোরে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৩, ২০২৫ , ১২:৩৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৩, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিনগত মধ্যরাত বারোটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে বাড়ির পাশেই গলাকেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সাথে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে তার পদ পদবি নিশ্চিত হওয়া যায়নি। তার নামে একাধিক মামলা রয়েছে । এই হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে।