Print

Rupantor Protidin

কালীগঞ্জে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৯, ২০২৩ , ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৯, ২০২৩, ১২:৫১ অপরাহ্ণ

Sheikh Kiron

‘বিকশিত নারী আমি, আমার কিসের ভয়, জগত আমার খোলা, জয় হবে সুনিশ্চয়’ এই স্লোগানে ঝিনাইদহ জেলার কালীগঞ্জে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত ব্যানার্জী, মহিলা কাউন্সিলর বিনা খাতুন, শাহজাহান আলী বিপাশ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত নারী নেত্রী মর্জিনা বেগম, মনোয়ারা বেগম, প্রত্যুষ বিশ্বাস প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সম্পাদিকা মেহেরুন নেছা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কোষাধ্যক্ষ সুফিয়া খাতুন।

বার্ষিক সভায় বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার ৪৪জন সদস্যসহ কালীগঞ্জে বিভিন্ন গ্রামের নারী সংগঠনের ১০৫জন নেত্রী উপস্থিত ছিলেন।