Print

Rupantor Protidin

অসুস্থ বিএনপি নেতা শহীদ ইকবালকে দেখতে হাসপাতালে মণিরামপুর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৫ , ৯:২৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

অসুস্থ মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদ  মোঃ ইকবাল হোসেন কে দেখতে হাসপাতালে মণিরামপুর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ।
১২ আগস্ট (মঙ্গলবার) মাগরিব বাদ যশোর ইবনে সিনা হাসপাতালে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শহীদ মোঃ ইকবাল হোসেন কে দেখতে আসেন যশোর ৫ মণিরামপুর আসনের ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মাষ্টার জয়নাল আবেদীন টিপু, ইসলামী আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি শহর গাজী, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম,ইসলামী যুব আন্দোলনের মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক আবু রায়হান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
হাসপাতালে ইসলামী মণিরামপুর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ অসুস্থ বিএনপি নেতা শহীদ ইকবালের সুস্থতা কামনায় কোরআন দোয়া দুরুদ পড়ে মোনাজাত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা তুহিন হাসান,সদর ইউনিয়নের চেয়ারম্যান নিস্তার ফারুক, ছাত্র দলের সভাপতি কামরুজ্জামান, হারুনুর রশিদ প্রমুখ।