Print

Rupantor Protidin

পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৫ , ৫:৩৫ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ এবং গাছের চারা বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, সিরাজুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়ক হাফিজ বিন আমিন, যুগ্ম সমন্বয়ক জি এম মিসবাহ আহমেদ, শম্পা সাধু ও মুক্তি সরদার প্রমুখ।