Print

Rupantor Protidin

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: মালয়েশিয়ার সঙ্গে বৈঠক শেষে জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৫ , ১:২৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৫, ১:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

যৌথ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের অর্থনীতিসহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।” তিনি তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে তিনি দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট ও দ্বিপাক্ষিক সহযোগিতা

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট। এ সংকট সমাধানে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সাহায্য চাই।”

বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ড. ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দ্বিপাক্ষিক বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এর আগে, সফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় নিজ কার্যালয়ে ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেন আনোয়ার ইব্রাহিম। এরপর দুই নেতা একান্ত বৈঠকে মিলিত হন।