Print

Rupantor Protidin

‘বিশ্বকাপ জিততে চাই’, হাতে সেলাই নিয়েও খেললেন রিজান

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৫ , ১২:৩৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ

Sheikh Kiron

ব্যাট হাতে মাত্র ৫ রান দূরে থেকে সেঞ্চুরি মিস করার আক্ষেপ এখনও রয়েই গেছে। তবে বোলিংয়ে ৫ উইকেট শিকার করেও সেই আক্ষেপ পুরোপুরি কাটেনি। হাতের আঙুলে সেলাই থাকার পরও ফাইনালে বল হাতে লড়াই করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন। হারারে থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন—২০২৬ সালের বিশ্বকাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তারা।

বিশ্ব ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে মাত্র ৯ জন ক্রিকেটার আছেন যারা একই ম্যাচে হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট নিয়েছেন। সেই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন রিজান। যদিও তার ইচ্ছে ছিল সেঞ্চুরি করা, তবুও ৯৫ রান ও ৫ উইকেটের পারফরম্যান্সকে বড় অর্জন হিসেবেই দেখছেন তিনি।

এর আগে বাংলাদেশের আল আমিন জুনিয়র ও আফিফ হোসেনও এমন কীর্তি গড়েছিলেন। রিজানের মতে, একাধিক বাংলাদেশি এই তালিকায় থাকা দেশের ক্রিকেটের অগ্রগতিরই প্রমাণ।

দক্ষিণ আফ্রিকায় তাদের মাটিতে সিরিজ জয় ও জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়া—দুটোই তার কাছে বড় অভিজ্ঞতা। কারণ ২০২৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়েতেই বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর।

অলরাউন্ডার হিসেবে তার যাত্রা শুরু অনূর্ধ্ব-১৫ দলে। ডানহাতি ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিং চালিয়ে যেতে যেতে এখন ব্যাট-বল দুটিতেই মনোযোগ দিচ্ছেন সমানভাবে। অনুপ্রেরণা পান ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের কাছ থেকে।

দলের প্রস্তুতিতে যুক্ত হয়েছে মনোবিদের সেশনও। রিজান মনে করেন, মানসিক প্রস্তুতির এই ধাপ ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে সাহায্য করছে। পেস বোলিং কোচ ডলার মাহমুদের কাছ থেকেও পাচ্ছেন টেকনিক্যাল সহায়তা—বিশেষ করে সুইং বোলিংয়ে।

দলের তিন বিভাগই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) শক্তিশালী বলে মনে করেন তিনি। তার বিশ্বাস, যদি প্রস্তুতি আর ধারাবাহিকতা ধরে রাখা যায়, তবে ২০২৬ সালের বিশ্বকাপে বাংলাদেশ আবারও শিরোপা জয় করতে পারবে।