Print

Rupantor Protidin

শেখ মুজিবের ছবি ছাড়াই বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট! দেখুন কবে থেকে পাবেন

প্রকাশিত হয়েছে: আগস্ট ১২, ২০২৫ , ১১:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: আগস্ট ১২, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ

Sheikh Kiron

শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া নতুন ডিজাইন ও সিরিজে ১০০০, ৫০ এবং ২০ টাকার নোট বাজারে ছাড়ার পর এবার আসছে ১০০ টাকার নোট। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত এই নতুন নোট মঙ্গলবার (১২ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচলন করা হবে।

বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ডিজাইন সম্বলিত নতুন সিরিজে সব মূল্যমানের নোট মুদ্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবেই এবার ১০০ টাকার নোট বাজারে আসছে।

প্রাথমিকভাবে নতুন ১০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে দেশের অন্যান্য অফিস থেকেও এই নোট পাওয়া যাবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।