বাংলাদেশ ও মালয়েশিয়া পারস্পরিক সহযোগিতা জোরদারে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি নোট বিনিময় করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে কুয়ালালামপুরের পুত্রজায়ায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
তিনটি নোটের মধ্যে রয়েছে—
১️⃣ উচ্চশিক্ষা খাতে সহযোগিতা (স্বাক্ষর: মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন)।
২️⃣ কূটনীতিকদের প্রশিক্ষণ কার্যক্রম (স্বাক্ষর: একই দুই কর্মকর্তা)।
৩️⃣ হালাল ইকোসিস্টেম উন্নয়ন (স্বাক্ষর: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সেনেটর ড. জুলকিফলি বিন হাসান ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন)।
পাঁচটি সমঝোতা স্মারক হলো—
প্রতিরক্ষা সহযোগিতা
এলএনজি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ও অবকাঠামো উন্নয়ন
কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণায় সহযোগিতা
প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগ
বাণিজ্য ও শিল্প উন্নয়নে পারস্পরিক সহযোগিতা
এই সফরের অংশ হিসেবে সোমবার ড. ইউনূস মালয়েশিয়ায় পৌঁছালে লালগালিচা সংবর্ধনা, গার্ড অব অনার এবং আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়। স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।