Print

Rupantor Protidin

মণিরামপুরে বনিতা’র সাইবার বুলিং সেমিনার

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৫ , ৯:১৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

Sheikh Kiron

মণিরামপুরে অনলাইন অপরাধ ও সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষার্থীদের জন্য বিশেষ দিকনির্দেশনা মূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে পৌর শহরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বনিতা ফাউন্ডেশন’-এর আয়োজনে এ অনুষ্ঠান হয়।

সেমিনারে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনলাইন অপরাধের ধরন, কারণ ও প্রতিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত পরামর্শ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার বিশ্বাস। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল, আইন সহায়তা কেন্দ্র মণিরামপুর শাখার সভাপতি মো. মনিরুজ্জামান মনির এবং রোটারেক্ট ক্লাব অফ যশোরের সহ-সভাপতি রিফাত হোসেন।

বনিতা ফাউন্ডেশনের পরিচালক মো. শরীফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বর্ষা, সাধারণ সম্পাদক সাদিউজ্জামান মুনিম, সহ-সাধারণ সম্পাদক নুসরাত চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার ভাবনা, সদস্য শারিয়ার হাসান সৌহার্দ্য, সামিয়া মিষ্টি এবং মাকসুদা প্রান্তি প্রমুখ।

সেমিনারের শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।