দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেটে রোগা ও অসুস্থ সন্দেহে একটি গরু জবাই করে মাংস বিক্রির ঘটনায় স্থানীয়দের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে। অভিযুক্ত কসাই মুন্না, বহেরা গ্রামের সুরোত সাহাজীর ছেলে।
এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কুলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত এআই টেকনিশিয়ান আজিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেবহাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলামকে জানান। পরে তিনি সকাল ১০টার দিকে现场 পরিদর্শন করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হান্নান জানান, মুন্না গরুটি মাত্র ২৯ হাজার টাকায় শাঁখরা এলাকার এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছেন। গরুটি অত্যন্ত রোগা হওয়ায় দাম কম ছিল, তবে ধারণা করা হচ্ছে এটি অসুস্থও হতে পারে।
বহেরা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নূরুল আমিন জানান, ভোরে ফজরের নামাজের আগে শ্রীরামপুর ব্রীজের উপর গরুটি জবাই করতে তাকে ডাকা হয়। তিনি সেখানে গিয়ে গরুটি জবাই করেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা মুন্নাকে সতর্ক করে বলেন, ভবিষ্যতে পশু জবাইয়ের আগে তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে এবং তা দিনে, প্রকাশ্যে করতে হবে।
কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ চন্দ্র সরকার জানান, ইউএনও এম আবু নওশাদের নির্দেশে তিনি সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছেন। স্থানীয়দের দাবি, জনসমাগমপূর্ণ এলাকায় ও ব্রীজের উপর গরু জবাই চলাচলে সমস্যা সৃষ্টি করে, এছাড়া মেইন রাস্তার পাশে খোলা জায়গায় মাংস বিক্রি হলে ধুলাবালি ও স্বাস্থ্যঝুঁকি বাড়ে।
নতুন বাজার কমিটির সেক্রেটারি আমিনুর রহমান জানান, বাজার কমিটি সক্রিয় না থাকায় কসাইরা যত্রতত্র পশু জবাই করে আসছে। এলাকাবাসী বিষয়টির স্থায়ী সমাধানে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।