Print

Rupantor Protidin

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ডেয়ারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৫ , ৮:১৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

Sheikh Kiron

পাইকগাছা পৌর সদরের জিরোপয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডেয়ারি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
অভিযানে যাদব ঘোষ ডেয়ারির মালিক ব্রজেন ঘোষকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, নিম্নমানের ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য প্রস্তুত এবং মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এক সপ্তাহের মধ্যে এসব অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে পচা মিষ্টি ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল,পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও ফটোগ্রাফার হিরণ্ময় ব্যানার্জি।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।