Print

Rupantor Protidin

লোহাগড়ায় রাজমিস্ত্রি হত্যার ৩ দিনের মধ্যে খুনী আটক

প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৫ , ৭:১২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ

Sheikh Kiron

নড়াইলের লোহাগড়ায় রাজমিস্ত্রি হত্যার ৩ দিনের মাথায় খুনীকে আটক করতে সক্ষম হয়েছে লোহাগড়া থানা পুলিশ। পৌরসভার মাইটকুমড়া গ্রামের রাজমিস্ত্রি সোহেল খান ওরফে সোয়েবুর (৪০) হত্যা কান্ডের রহস্য উদঘাটন করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সবুজ শেখ (৩০) নামে এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবুজ শেখ লোহাগড়া ইউনিয়নের মাদরাসা-কালনা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।
রোববার (১০আগস্ট) রাত ৮ টার দিকে লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান, লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শরিফুল ইসলাম।
প্রেস ব্রিফিং এ ওসি শরিফুল ইসলাম জানান, গত ৭ আগস্ট রাতে লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া গ্রামের ইউনুস খানের ছেলে রাজমিস্ত্রি সোহেল খান ওরফে সোয়েবুর কিরাম খেলার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরে যায়নি। পরে দিন শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মাইটকুমড়া এলাকার একটি পুকুর থেকে সোয়েবুর মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার (১০আগস্ট) বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যায় সবুজ শেখ নামে এক যুবক কে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সবুজ শেখ স্বীকার করে যে,আমাকে সে এক নারীর সাথে বিবস্ত্র অবস্থায় দেখছিলেন,এঘটনা সবাই কে বলে দিবে বলে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সবুজ শেখ সোয়েবুর এর গলা চেপে ধরে তাকে হত্যা করে।
আসামির স্বীকারোক্তি অনুযায়ী সোয়েবুর এর মরদেহ লুকিয়ে রাখার জন্য তার সাথে থাকা গামছা দিয়ে গলায় পেছিয়ে পাশের পুকুরে টেনে নিয়ে যায় এবং পুকুরে কচুরিপনার মধ্যে লুকিয়ে তার কাছে থাকা মোবাইল টি নিয়ে চলে যায়। আসামী সবুজ শেখ হত্যার কাজে ব্যবহৃত গামছাটি কালনা মধুমতি নদীর ঘাটে আগুন দিয়ে পুড়িয়ে পানিতে ফেলে দেয় এবং তার কাছে থাকা মোবাইলের সিমটি ভেঙ্গে তিনি তার বাড়ীর পাশে ফেলে দেয় এবং মোবাইল টি সে তার নিজ কক্ষের আলমারিতে রাখেন।
ওসি আরো বলেন, এ ঘটনায় সবুজ শেখ কে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী রিক্তা বেগম। এছাড়া সোয়েবুর এর মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। আসামি কে আজ সোমবার (১১আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে।