প্রকাশিত হয়েছে: আগস্ট ১১, ২০২৫ , ৫:৩২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১১, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ
“ধর্ম যার যার, উৎসব সবার” — এই মূলমন্ত্রকে সামনে রেখে শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সৌজন্য সাক্ষাৎ।
রোববার(১১ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনের কার্যালয়ে গিয়ে শ্যামনগর উপজেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ও পৌর আহ্বায়ক কমিটি (আংশিক) যৌথভাবে ইউএনও, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদের সঙ্গে মতবিনিময় করেন।
সাক্ষাতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “শ্যামনগরে পূজা হবে আনন্দ, নিরাপত্তা ও সম্প্রীতির আবহে।”
এ সময় উপজেলা আহ্বায়ক কমিটির প্রধান(আংশিক) উপদেষ্টা বাবু মহাদেব চন্দ্র মন্ডল, উপদেষ্টা বাবু স্বপন সাহা, বাবু ভুপেন্দ্র নাথ, আহ্বায়ক এ্যাডভোকেট নির্মলেন্দু যোদ্দার, যুগ্ম আহ্বায়ক বাবু দেবব্রত ব্যানার্জী, বাবু দেবদাস মিস্ত্রী, বাবু অভিজীত মন্ডল, বাবু সুব্রত মন্ডল, বাবু প্রদীপ মাঝি, সদস্য সচিব বাবু প্রশান্ত কুমার ঘোষসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
পৌর আহ্বায়ক(আংশিক) কমিটির পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা বাবু সুকুমার বিশ্বাস, বাবু পরিতোষ মন্ডল, ডা. দেবদাশ বৈদ্য, আহ্বায়ক শ্রী বাবু লাল মন্ডল, যুগ্ম আহ্বায়ক শ্রী রবীন্দ্রনাথ মন্ডল, শ্রী তুষারকান্তি মন্ডল, অসিত কুমার মন্ডল, শ্রী তরুন ঘরামী, সদস্য সচিব ডা. শ্রী দীপু বৈদ্যসহ সদস্যরা।
সাক্ষাৎ শেষে ইউএনও ও ওসিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। নেতৃবৃন্দ জানান, শ্যামনগরের পূজা উদযাপনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত থাকবে।