মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। মার্কিন মাটিতে দাঁড়িয়েই তিনি ভারতকে উদ্দেশ্য করে কঠোর সতর্কবার্তা দেন। তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণের বিষয়টি তিনি মোটেই মেনে নেবেন না। মুনির বলেন, “তারা যদি সেখানে বাঁধ নির্মাণ করে, আমরা অপেক্ষা করবো, তারপর একসঙ্গে দশটি মিসাইল নিক্ষেপ করবো।”
ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি ভারতের বিরুদ্ধে একের পর এক হুমকি দেন। বলেন, “যদি পাকিস্তানের অস্তিত্ব বিপদের মুখে পড়ে এবং ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়, তবে বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবো।” তার এই মন্তব্যকে পারমাণবিক যুদ্ধের সরাসরি ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক মহল।
অসিম মুনির আরো বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা ডুবছি, তবে বিশ্বের অর্ধেককে নিয়ে তলিয়ে যাব।”
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যে চারদিন ধরে তীব্র সংঘাত হয়। এর আগের মাসে, এপ্রিলের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়। ওই ঘটনার পর ভারত, পাকিস্তানের সঙ্গে থাকা সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং স্পষ্ট জানিয়ে দেয়—সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না।