Print

Rupantor Protidin

আশাশুনির গোয়ালডাঙ্গায় বৃদ্ধা মালেকার ভিটে বাড়িতে জবর দখল

প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২৫ , ৭:৫৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৭, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এক বৃদ্ধা নারীকে নিজ পিত্রালয়ের ভিটে থেকে উচ্ছেদের লক্ষ্যে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই নারী মালেকা খাতুন জানান, বহু বছর আগে তার স্বামী তাকে এবং দুই কন্যাসন্তানকে ফেলে রেখে চলে যায়। এরপর তিনি আশ্রয় নেন পিতার বাড়িতে এবং প্রায় ৩০-৩৫ বছর ধরে চাম্পাখালী মৌজায় নিজ পিতার ভিটায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

কিন্তু সম্প্রতি তার আপন ভাই আজগার গাজী ও ভাইপো নাজমুল তাকে ভিটেমাটি থেকে উচ্ছেদের জন্য নানা নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকি তার ব্যবহৃত ল্যাট্রিনটি ভেঙে ফেলে দেওয়ায় বর্তমানে তিনি চরম দুর্ভোগে রয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়, দাগ নম্বর ৫৭৩ ও ৬৪২ এর অধীনে থাকা তার ৫ শতক জমির মধ্যে প্রায় ৩ শতক জবর দখল করেছে বিবাদীরা। গত রবিবার থেকে তার ল্যাট্রিন ভেঙে সেখানে ইটের গাঁথুনির ঘর নির্মাণের কাজ শুরু করেছে তারা।

মালেকা খাতুন আরও জানান, তিনি বাধা দিতে গেলে তাকে মারধরের হুমকি দেওয়া হয় এবং ‘জমি আমি নিয়েছি, পারলে দেখে নিগো’ বলে প্রকাশ্যেই আস্ফালন করা হয়। চরম অসহায় অবস্থায় পড়া এই বৃদ্ধা ইতোমধ্যেই আশাশুনি সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন এবং সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।