ঝিনাইদহের মহেশপুরে ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে শিশুনিলয় ফাউন্ডেশনের উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ চত্বর এবং সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় কিশোর-কিশোরী ও যুবকদের মাঝে দুই শতাধিক বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়, যাতে তারা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামছুদ্দীন সদ্দার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুনিলয় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মো. খাইরুল বাশার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের অডিট অফিসার মো. তফসির হোসেন, মো. মিনহাজ রেজা, শাখা ব্যবস্থাপক মোছা. মাসুদা পারভিন, মো. আনোয়ার হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর মো. কামরুজ্জামান, কবির হোসেন ও জাহিদা খাতুন।
তরুণদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং একটি সবুজ-পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।