প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২৫ , ৫:৪৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৭, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সঠিক তথ্য সংগ্রহ না করে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাছেন আলী নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন এবং লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই ও ২০২৫ সালের মে মাসে আমাকে মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালনকালীন সময়ে কলেজের অফিস সহকারী শফিকুল ইসলাম আমার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিঞার স্বাক্ষর স্ক্যান করে একটি শিক্ষক ও কর্মচারী তালিকা সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করেন।
তিনি অভিযোগ করেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়। তবে বিষয়টি জানামাত্রই সংশ্লিষ্ট অফিস সহকারীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে জবাব প্রদান করে ক্ষমা প্রার্থনা করেন।
অধ্যক্ষ হাছেন আলী আরও বলেন, আমি একজন সাধারণ মানুষ। সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার স্ত্রীর হালাল উপার্জনের মাধ্যমেই আমাদের পরিবার চলে। অথচ একটি কুচক্রী মহল আমার সম্মান ক্ষুণ্ন করতে উঠেপড়ে লেগেছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এসময় মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি।