Print

Rupantor Protidin

ঢাকা বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় সোয়া ৮ কেজি সোনা উদ্ধার

প্রকাশিত হয়েছে: আগস্ট ৭, ২০২৫ , ৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৭, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি ১২০ গ্রাম ওজনের মোট ৭০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইটে এই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।

জানা গেছে, বিমানটির সামনের কার্গো হোল্ডে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় কাপড়ে প্যাঁচানো সোনার বারগুলো পাওয়া যায়। এগুলো পরিত্যক্তভাবে রাখা ছিল। অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেন।

উদ্ধার করা সোনাগুলো যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া, এই ঘটনায় কাস্টমস আইন ২০২৩ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কীভাবে এতো পরিমাণ সোনা কার্গো হোল্ডে পৌঁছাল এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।