Print

Rupantor Protidin

ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের জন্য শ্যামনগরে বিএনপির বিজয় মিছিল

প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২৫ , ৫:৫২ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৫, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ

Sheikh Kiron

২০২৪ সালের জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বিজয় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের উদ্যোগে এ বিজয় মিছিল আয়োজন করা হয়।
মিছিলটি নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্সের সামনে পথসভায় পরিণত হয়।
শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে বিজয় মিছিল ও পথসভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
সাবেক ছাত্রনেতা গাজী শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ছাত্রনেতা আবু সাঈদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক এলাহী মুন্না, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম দোহা, জেলা বিএনপির সাবেক সদস্য জি. এম. মাছুদুল আলম, সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুর সবুর প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন,২০২৪ সালের সেই ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়েই এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ রচিত হয়েছে। দেশের মানুষের অধিকার রক্ষায় বিএনপি সবসময় মাঠে ছিল, আছে এবং থাকবে।
মিছিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।