Print

Rupantor Protidin

রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২৫ , ১:২০ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৫, ২০২৫, ১:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাত ৮টা ২০ মিনিটে তাঁর ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারিত হবে।

আজ দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

এছাড়া আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য একটি বিশেষ আয়োজনে তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে এই অনুষ্ঠানটি।

‘জুলাই ঘোষণাপত্র’ ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পটভূমি ও তাৎপর্য ঘিরে গঠিত একটি ঐতিহাসিক দলিল। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই দলিলটি চূড়ান্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দলগুলো এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি নিয়ে ঐক্যমতেও পৌঁছেছে।

এ ঘোষণাপত্র ও ভাষণের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।