Print

Rupantor Protidin

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চান মার্কিন কংগ্রেস সদস্যরা

প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২৫ , ৬:২৮ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৪, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

গাজা যুদ্ধ-পরবর্তী ভয়াবহ মানবিক সংকটের পটভূমিতে, যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের ১২ জনেরও বেশি ডেমোক্র্যাট সদস্য ট্রাম্প প্রশাসনের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ আগস্ট) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি আন্তর্জাতিক পরিসরে আরও জোরালো হচ্ছে। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডা নিজেদের অবস্থান নতুনভাবে পর্যালোচনার ইঙ্গিত দিয়েছে—এই সময়ই এমন উদ্যোগ সামনে এল মার্কিন রাজনীতিকদের পক্ষ থেকে।

এই আহ্বান জানানো চিঠির প্রস্তাব দিয়েছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না। তার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী কংগ্রেস সদস্যও এতে যুক্ত হয়েছেন—যাদের মধ্যে আছেন চেলি পিংরি, নিডিয়া ভেলাজকুয়েজ এবং জিম ম্যাকগভার্ন।

এর আগে চিঠিটিতে স্বাক্ষর করেছিলেন গ্রেগ ক্যাসার, লয়েড ডগেট, ভেরোনিকা এসকোবার এবং অ্যান্ড্রে কারসনসহ নয়জন প্রভাবশালী ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

বিশ্লেষকদের মতে, এটি একটি শক্তিশালী বার্তা, যা ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক নীতির পরিবর্তনের পথে যুক্তরাষ্ট্রের একটি অংশের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে।