Print

Rupantor Protidin

অবশেষে খুলল উজিরপুর কাঠের ব্রিজ, স্বস্তির নিঃশ্বাস এলাকাবাসীর

প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২৫ , ৪:২৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৪, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ

Sheikh Kiron

দীর্ঘ প্রতীক্ষার পর সাতক্ষীরার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর কাঠের ব্রিজের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এলাকার মানুষের যাতায়াত সহজ করতে ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এই সংস্কার কাজটি সম্পন্ন করেছেন চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর কবির। সংস্কারের পর রবিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই কাঠের ব্রিজটি এলাকার মানুষের জন্য বড় ভোগান্তির কারণ ছিল। তাই স্থানীয়দের সুবিধার কথা চিন্তা করে আলমগীর কবির এই সংস্কারের উদ্যোগ নেন। আজ থেকে ব্রিজটি পুরোপুরি চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপি কেন্দ্রীয় নেতা ও ‘গরীবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. মোহাম্মদ শহিদুল আলম। তিনি সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং উন্নত দেশ গঠনে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও জানানো হয় যে, কালীগঞ্জ উপজেলার বর্তমান ইউএনও-এর ভাষ্যমতে, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এই স্থানে একটি কংক্রিট ব্রিজ নির্মাণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন খান বাহাদুর আহসানুল্লাহ কলেজের প্রফেসর আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মুক্তাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, হাফিজ মাওলানা মিনহাজুল ইসলাম এবং চাম্পাফুল প্রাথমিক বিদ্যালয়ের মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহিনুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানের পর আলমগীর কবির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।