Print

Rupantor Protidin

মোল্লাহাট উপজেলা বিএনপির বর্ষিয়ান নেতা গুরুতর অসুস্থ

প্রকাশিত হয়েছে: আগস্ট ৪, ২০২৫ , ৩:১৪ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৪, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির অন্যতম বর্ষীয়ান নেতা ও সকলের প্রিয় মুখ ইকরামুল হক (সাবু শিকদার) স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার আশু সুস্থতার জন্য পরিবার, স্বজন ও দলের নেতাকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সাবেক ভিপি, মোল্লাহাট থানা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং থানা বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে তিনি বহুদিন ধরে সংগঠনের নিবেদিত প্রাণ ছিলেন।

বাগেরহাট জেলা বিএনপির ছাত্র ও যুব রাজনীতিতে একসময় অত্যন্ত জনপ্রিয় ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতীক ছিলেন তিনি।

আমরা সকলে মহান আল্লাহর দরবারে দোয়া করি — তিনি যেন আমাদের প্রিয় ভাই সাবু শিকদারকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে আগের মতো কর্মচঞ্চল রূপে ফিরিয়ে দেন।
আমিন।