মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের রাওয়াং অঞ্চলের ফেলদা সুনগাই বুয়ায়ায় এক ভয়াবহ দাবানলে প্রায় ২৪ হেক্টর বনভূমি পুড়ে গেছে। গত শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় এই আগুনের সূত্রপাত হয় এবং দমকল বাহিনীর নিরলস প্রচেষ্টায় অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে এলেও কিছু অংশ এখনো জ্বলছে।
মালয়েশিয়া দমকল ও উদ্ধার বিভাগের (JBPM) সেলাঙ্গর শাখা জানায়, তারা সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পায়। তাৎক্ষণিকভাবে বুকিত সেন্টোসা ও রাওয়াং ফায়ার স্টেশন থেকে দমকল দল ঘটনাস্থলে পাঠানো হয়।
দমকল বাহিনীর সহকারী পরিচালক (অপারেশন) আহমাদ মুখলিস মুখতার জানান, “অবস্থানটি পাহাড়ি হওয়ায় এবং প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।”
ঘটনাস্থলে পৌঁছেই দেখা যায়, আগুন বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। আগুন নিভাতে সাতজন দমকলকর্মী কাজ করছেন, যাদের সহায়তায় রয়েছে দুটি যান—একটি লাইট ফায়ার রেসপন্স ট্রাক (CFRT) এবং একটি ইমারজেন্সি সার্ভিস ভেহিকেল (EMRS)।
তিনি আরও জানান, “রাতভর নজরদারি চলছে যাতে আগুন আশপাশে না ছড়িয়ে পড়ে।”
JBPM কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, পরিস্থিতি আংশিক নিয়ন্ত্রণে থাকলেও পুরোপুরি আগুন নিভানো না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।