Print

Rupantor Protidin

কেশবপুরে জামায়াতের মেয়র প্রার্থীর নাম ঘোষণা

প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২৫ , ৭:৫৬ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১, ২০২৫, ৭:৫৬ অপরাহ্ণ

Sheikh Kiron

কেশবপুরে জামায়াতের মেয়র প্রার্থী

যশোরের কেশবপুরে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক কর্মী সভায় মেয়র প্রার্থী হিসেবে পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেনের নাম ঘোষণা করা হয়।

জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে জাকির হোসেনের নাম ঘোষণা করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী। পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন কেশবপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অফিস পাড়া এলাকার বাসিন্দা। তিনি কেশবপুর পৌর কারিগরি ও বাণিজ্য কলেজে ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন।