Print

Rupantor Protidin

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

খেলাফত মজলিস যশোর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২৫ , ৬:২৩ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১, ২০২৫, ১০:১২ অপরাহ্ণ

রূপান্তর প্রতিদিন

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিসের যশোর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর শহরের বারান্দি পাড়ায় খেলাফত মজলিসের নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত সভায় সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

খেলাফত মজলিস যশোর জেলা শাখার সেক্রেটারি হাফেজ মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্য মধ্যে বক্তৃতা করেন খেলাফত মজলিস যশোর জেলা কমিটির সহ-সভাপতি হাফেজ মোহর আলী, মাওলানা মাহবুবুর রহমানসহ সেক্রেটারি ডাক্তার রফিকুল আলম, হাফেজ মাওলানা শেখ শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুর মোহাম্মদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি নাজিম উদ্দিন, ওলামা বিষয়ক সম্পাদক মুফতি মাসুদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাস্টার নজরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মৌলভী আব্দুল খালেক, দপ্তর সম্পাদক হাফেজ জাকারিয়া, প্রচার সম্পাদক আব্দুর রহিম, নগর কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মুফতি হাসানুজ্জামান সাংগঠনিক সম্পাদক, নগর শ্রমিক মজলিসের সেক্রেটারি জামির হোসেন, ইসলামী যুব মজলিসের সাবেক সভাপতি মাওলানা মাহবুবুল্লাহ।

সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের প্রতীক দেয়াল ঘড়িকে মার্তা কে জয়লাভ করার জন্য খেলাফত মজলিসের সকল স্তরের নেতাকর্মীদের নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান। দায়িত্বশীল সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান ও শাপলা চত্বরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।