Print

Rupantor Protidin

জুলাই-আগস্ট অভ্যুত্থান উপলক্ষে সাতক্ষীরা জেলা রোভারের নানা কর্মসূচী পালিত

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৫ , ৭:৪৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরায় “জুলাই-আগস্ট অভ্যুত্থান ২০২৪” উপলক্ষে জেলা রোভার স্কাউটের আয়োজনে নানা বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা রোভার স্কাউট ভবনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন কলেজের রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যরা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও চিঠি লেখা প্রতিযোগিতা, র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণের মতো কার্যক্রমে অংশ নেন রোভার সদস্যরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের সাবেক কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রোভার সম্পাদক মো. আবু তালেব।

কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা রোভার স্কাউটের বর্তমান কমিশনার ও সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল করিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউটের কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সাবেক কমিশনার অধ্যক্ষ মো. ইমদাদুল হক, সহকারী কমিশনার মো. ইয়াছিন আলী, উডব্যাজার মো. জাহিদ হোসেন, আরএসএল মো. মনিরুজ্জামান (মহসিন), সেবানন্দ কুমার সরকারসহ বিভিন্ন কলেজের রোভার প্রতিনিধিরা।

র‍্যালি শেষে প্রাণসায়র খালপাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। পরে রোভার ভবনে প্রতিটি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।