Print

Rupantor Protidin

দেবহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৫ , ৭:২৩ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ

Sheikh Kiron

দেবহাটা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানকে।

বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকাল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ কুমার মন্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা অবিচাস ক্লাবের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা ইউএনও আসাদুজ্জামানের দক্ষ প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মস্থলে সফলতা কামনা করেন।