Print

Rupantor Protidin

দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৫ , ৬:২৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান। এতে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, সামাজিক সংগঠন, নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ আনসার ভিডিপি কর্মকর্তারা।

সভায় বক্তারা দেবহাটার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করেন। তবে নদীর পাড়ে (ওয়াবদা এলাকায়) রাত ১২টার পর সাধারণ মানুষকে অবস্থান করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতায় একমত প্রকাশ করা হয় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।