Print

Rupantor Protidin

১০২ এসিল্যান্ডকে একযোগে প্রত্যাহার, প্রশাসনে বড় রদবদল

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৫ , ১:৪৭ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৫, ১:৪৭ অপরাহ্ণ

Sheikh Kiron

সরকার একযোগে দেশের বিভিন্ন জেলার সহকারী কমিশনার (ভূমি) পদে থাকা ১০২ কর্মকর্তাকে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে। এ কর্মকর্তারা সবাই প্রশাসন ক্যাডারের ৩৭তম বিসিএস ব্যাচের সদস্য।

বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আটটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসিল্যান্ডদের দায়িত্ব থেকে সরিয়ে তাদের সিনিয়র সহকারী কমিশনার বা সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারদের দপ্তরে পদায়ন করা হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এসিল্যান্ড দায়িত্ব থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে এই বড় রদবদলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসনের মাঠপর্যায়ে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।