Print

Rupantor Protidin

অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত ফারাবিকে হাইকোর্টের জামিন

প্রকাশিত হয়েছে: জুলাই ৩১, ২০২৫ , ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ৩১, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ

Sheikh Kiron

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শফিউর রহমান ফারাবিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩০ জুলাই) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।

আদালতে ফারাবির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

জামিনের আদেশ সম্পর্কে আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, ২০২১ সালে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ফারাবি আপিল করেন, যা হাইকোর্টে গৃহীত হয়। বর্তমানে মামলার বিচারাধীন অবস্থায় আদালত তাকে জামিন দিয়েছেন।

তিনি বলেন, মামলার চারজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ফারাবির নাম কোথাও উল্লেখ করা হয়নি। এমনকি কোনো সাক্ষীর বয়ানেও তার সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তিনি নিজেও আদালতে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। উল্লেখ্য, ২০১৫ সালের ৩ মার্চ থেকে ফারাবি এই মামলায় কারাবন্দি ছিলেন। এসব বিষয় বিবেচনা করে আদালত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার টিএসসি এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট্রপ্রবাসী মুক্তমনা লেখক অভিজিৎ রায়কে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পাঁচজনকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এই রায়ের বিরুদ্ধেই আপিল করেছিলেন ফারাবি।