Print

Rupantor Protidin

শ্যামনগরে গাছ থেকে পড়ে বহিরাগত শ্রমিকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৫ , ৮:৪৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার শ্যামনগরে গাছ কাটার সময় পড়ে গিয়ে আলম শেখ (৫০) নামে এক পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম শেখ বগুড়া জেলার শেরপুর থানার জামুর গ্রামের বাসিন্দা এবং তোমছের আলী শেখের পুত্র। তিনি সড়ক ও জনপদ বিভাগের অধীনে নিয়োজিত শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

পুলিশ জানায়, রাস্তার পাশে গাছ কাটার সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান এবং মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. শাকির হোসেন তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।