Print

Rupantor Protidin

আশাশুনির বুধহাটা বাজারে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৫ , ৮:২৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ

Sheikh Kiron

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় আনুষ্ঠানিকভাবে সাউথইস্ট ব্যাংকের একটি নতুন এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) বুধহাটা ফারুক সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। এজেন্ট ব্যাংকিং শাখাটির মালিক নিউ সিটি গোল্ড হাউস অ্যান্ড কসমেটিকসের স্বত্বাধিকারী ফারুক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফারুক হোসেন নিজেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের সাতক্ষীরা জেলার সিনিয়র অফিসার শেখ আরিফুজ্জামান। ভার্চুয়ালি শাখাটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হামিদুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রিজিওনাল অফিসার মাসুম বিল্লাহ, জুনিয়র অফিসার রাজিব হোসেন, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.কে. হাসান, সাংবাদিক ইয়াসিন আরাফাত ও বাবুল হোসেন, স্থানীয় ব্যবসায়ী ধর্মরাজ দেবনাথ ও রেজাউল ইসলাম রিজু প্রমুখ।

নতুন এজেন্ট শাখাটি গ্রামীণ অঞ্চলের সাধারণ মানুষের জন্য আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকেরা।