Print

Rupantor Protidin

পাইকগাছায় খাসখাল রক্ষায় ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৫ , ৬:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনার পাইকগাছা উপজেলার কামারাবাদ ও ভৈরবঘাটা মৌজায় সরকারি খাসখাল দখলচেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টা ৩০ মিনিটে পাইকগাছা আদালতের পাশে মেইন রোড থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে ঘুরে আদালত চত্বরে এসে সমাবেশে রূপ নেয়।

এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কপিলমুনি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ আরশাফ আলী খাঁ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মাওলানা আসাদুল্লাহ আল গালিব, বিএনপি নেতা শামসুল আলম পিন্টু, তুষার কান্তি মন্ডল, জামায়াতের মাওলানা বুলবুল আহমেদ, শেখ আনারুল ইসলাম, মজিদ গাজী, আকিজ উদ্দিন, হারুন গাজী, সুজায়েত গাজী, আমানউল্লাহ আমান, সুমন আহম্মেদ, জিন্নাত আলী, লেয়াকত আলী, আবু বাক্কার সানা, আবু ইসহাকসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি চক্র ভুয়া দলিল তৈরি করে খাসখাল দখলের চেষ্টা চালাচ্ছে। এর ফলে পরিবেশ ও কৃষি ব্যবস্থার মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা দ্রুত খাল উন্মুক্তকরণ, গেট পুনঃনির্মাণ, ভুয়া মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত নির্মল মন্ডল গংয়ের গ্রেপ্তারের দাবি জানান।

সমাবেশে অংশগ্রহণকারী শত শত নারী-পুরুষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দখলদারদের হাত থেকে খাস জমি উদ্ধার করতে হবে এবং খাল রক্ষায় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।