Print

Rupantor Protidin

মোল্লাহাট থানা চত্তরে নবনির্মিত গোলঘর উদ্বোধন ও বৃক্ষরোপণ

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৫ , ৪:২৫ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৫, ৪:২৫ অপরাহ্ণ

Sheikh Kiron

বাগেরহাটের মোল্লাহাট থানা প্রাঙ্গণে তৈরি হওয়া নতুন গোলঘরের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। তিনি নতুন গোলঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্মিত এই গোলঘরটি সাধারণ মানুষের জন্য একটি অপেক্ষাকালীন বিশ্রামস্থল হিসেবে কাজ করবে এবং ছোটখাটো পারিবারিক ও সামাজিক বিরোধ সমাধানে আলোচনা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে। উদ্দেশ্য হলো – শান্তিপূর্ণ মীমাংসার মাধ্যমে মানবিক ও সামাজিক মূল্যবোধ বজায় রেখে সমস্যা সমাধানে সহায়তা করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, এসআই মোঃ জিয়াউল হক, এসআই বিধান দাস, এসআই বুলবুল আহমেদ, এসআই বিজন সরকার, সাংবাদিক কে এম মাহামুদুল হক, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য চান মিয়া মোল্লাসহ থানার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই উদ্যোগকে এলাকার মানুষ ইতিবাচকভাবে গ্রহণ করেছে, যা সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সহনশীল সমাজ গঠনে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।