বঙ্গোপসাগরের আন্দামান সাগরের পোর্ট ব্লেয়ারের কাছে মঙ্গলবার রাতে একের পর এক চারটি ভূমিকম্প আঘাত হানে। প্রত্যেকটির মাত্রা ছিল ৪ বা তার বেশি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রাত সাড়ে ৯টার দিকে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে, যার উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এবং কেন্দ্র ছিল পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে। এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৫।
এরপর আরও তিনটি কম্পন অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫, ৪.৯ এবং ৪.৬। সবগুলো ভূমিকম্প দেড় ঘণ্টার মধ্যে সংঘটিত হয়। এর একদিন আগে নিকোবর দ্বীপপুঞ্জেও ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড হয়েছিল।
ভাগ্যক্রমে, এখন পর্যন্ত এসব ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তাছাড়া, এই অঞ্চলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এদিকে বুধবার রাতে রাশিয়ার পূর্ব উপকূলীয় কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির আশঙ্কা দেখা দিয়েছে। তাই আগেভাগেই কয়েকটি দেশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।