Print

Rupantor Protidin

চাঁদাবাজি রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার!

প্রকাশিত হয়েছে: জুলাই ৩০, ২০২৫ , ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ৩০, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ঢাকার গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকার চেক।

আজ (৩০ জুলাই) সকালে ডিএমপির আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসব চেক উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই কলাবাগান থানায় এ ঘটনায় আরেকটি নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, গত ২৬ জুলাই গুলশানের ৮৩ নম্বর রোডে ৪০ লাখ টাকা চাঁদা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন আব্দুর রাজ্জাক (রিয়াদ) ও তার সহযোগীরা— ইব্রাহীম হোসেন, মো. সিয়াম, সাদমান সাদাব ও মো. আমিনুল ইসলাম। এর আগেই ওই বাসা থেকে ১০ লাখ টাকা নিয়েছিল তারা।

চাঞ্চল্যকর এ ঘটনার পর পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিন নেতাকে বহিষ্কার করে এবং সারাদেশের সকল কমিটি স্থগিত ঘোষণা করে সংগঠনটি।

উল্লেখ্য, গ্রেফতারকৃত রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা, এবং বর্তমানে তিনি ঢাকার ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করতেন।