Print

Rupantor Protidin

চৌগাছায় পিকআপের ধাক্কায় বিচলি বোঝাই ট্রলি যাত্রী নিহত

প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৫ , ৯:২০ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৯, ২০২৫, ৯:২০ অপরাহ্ণ

Sheikh Kiron

যশোরের চৌগাছা উপজেলায় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বিচলি বোঝাই একটি ট্রলিকে ধাক্কা দিলে হাসান আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত হাসান আলী ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর-দত্তনগর গ্রামের শান্তি মিয়ার ছেলে।

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গরপুর মোড়ে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যায় একটি বিচলি বোঝাই ট্রলি মহেশপুরের দিকে যাচ্ছিল। ট্রলিটি যখন টেঙ্গরপুর মোড়ে পৌঁছায়, তখন পেছন দিক থেকে আসা একটি পিকআপ অতিরিক্ত গতিতে এসে ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলির ওপর থাকা হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।