Print

Rupantor Protidin

খুলনায় ফুটলো পাগলী মায়ের কোলে নতুন প্রাণ, কিন্তু নেই সন্তানের পিতার পরিচয়!

প্রকাশিত হয়েছে: জুলাই ২৯, ২০২৫ , ৫:২৬ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৯, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ

Sheikh Kiron

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার আগড়ঘাটা বাজারে জন্ম নিয়েছে একটি নবজাতক, তবে নেই তার কোনো পিতৃপরিচয়। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন এক নারী, যিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে সন্তান প্রসব করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানবিকতা থেকে স্থানীয়রা এগিয়ে এসে নবজাতক ও তার মাকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বর্তমানে মা ও শিশু উভয়েই চিকিৎসাধীন রয়েছেন এবং নিরাপদে আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, এই নারীর পরিচয় নিশ্চিত না হওয়ায় শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবিও জানিয়েছেন অনেকেই।