Print

Rupantor Protidin

আ. লীগকে ফিরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে- জাগপা

প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৫ , ৭:৪৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৮, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রেসিডিয়াম সদস্য  নিজামদ্দিন অমিত বলেছেন, পুরাতন আওয়ামী লীগ নতুন আওয়ামী লীগ শুদ্ধ আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নাই। আওয়ামী লীগ মানেই সন্ত্রাস নৈরাজ্য মানুষ মেরে দেশকে ভারতের করদ রাজ্য বানানোর ইতিহাস। দেশের মানুষ আওয়ামী লীগকে আর মেনে নিবে না। অতএব নতুন করে আওয়ামী লীগকে ফিরানোর চক্রান্ত হলে দেশবাসী প্রতিহত করবে।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং অগাস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ২৮তম দিন সোমবার ২৮ জুলাই যশোর দড়াটানা মোড়, গাড়ীখানা, চিত্রার মোড়, বড়বাজার, প্রেসক্লাব, কোর্ট মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।
জাগপা নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের পরে অনুশোচনাহীন আওয়ামী লীগ ভারতের ইন্ধনে একের পর এক অরাজকতা সৃষ্টি করছে দেশে। গোপালগঞ্জসহ সারা দেশে তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য সংবদ্ধ হওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারকে সুশীলতা ত্যাগ করে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। নতুন রূপে পুরনো আওয়ামী লীগ দেশবাসী মেনে নিবে না।
পথসভায় আরও বক্তব্য জাগপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ত্ত যশোর জেলার অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপা, জেলা শাখার সহ-সভাপতি সাবিত্রী বিশ্বাস,বজলু হাত্তলাদার, সহ-সাধারন সম্পাদক  খন্দকার জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, দপ্তর সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, সহ-সাংগঠিক সম্পাদক কাজী জাবেদ, যশোর নগর শাখার প্রধান সমন্বয়ক মোঃ আলমগীর হোসেন, জেলা শাখার নেতা আব্দুর জব্বার, আব্দুল্লাহ আল মামুন, জিয়াউর রহমান ভান্ডারী, প্রতাপ বিশ্বাস, মঞ্জুর গাজী, মঞ্জুর রহমান, জহিরুল ইসলাম, রেজত্তয়ান বাবু, আনোয়ার শিকদার, আলামিন হোসেন, ফসিয়ার রহমান, নজরুল ইসলাম, সুরুজ খান, মোঃ জহির, বাবু বিশ্বাস প্রমুখ।