Print

Rupantor Protidin

“চাঁদাবাজির সঙ্গে দলীয় যোগসূত্র, রাষ্ট্রীয় নিরাপত্তায় বিশেষ সুবিধা” -আব্দুন নূর তুষার

প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৫ , ২:৩৯ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৮, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ

Sheikh Kiron

দেশে সংগঠিত চাঁদাবাজি ও রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, চাঁদাবাজদের একটি রাজনৈতিক দল দ্বারা দলীয়ভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবেও তাদেরকে বিশেষ নিরাপত্তা ও সুবিধা দেওয়া হচ্ছে।

তুষার অভিযোগ করেন, “চাঁদা আদায় এখন শুধু ঘরে ঘরে নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ে উঠেছে। কোনো কোনো গোষ্ঠী রাষ্ট্রীয় সুবিধা নিয়ে পদযাত্রা ও সভা-সমাবেশ করছে। নিরাপত্তার জন্য এক থানা থেকে আরেক থানায় পুলিশ আনা হচ্ছে, বিদ্যুৎ বিভ্রাট ঠেকাতে চিঠি দেওয়া হচ্ছে। এই সুবিধা কি অন্য দলগুলো পায়?”

তিনি আরও বলেন, “সরকারের ভেতরেও তারা আছে, বাইরেও আছে। এটা একটি সংগঠিত চক্র, যারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে বিশেষ সুবিধা আদায় করছে। এসব হচ্ছে বরফখণ্ডের দৃশ্যমান একাংশ—মূল দুর্নীতি এখনো অদৃশ্য রয়ে গেছে।”

তুষার আরও উল্লেখ করেন, চাঁদাবাজি ও লুটপাটের বহু ঘটনা ঘটলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। “গাড়ির কাচ নামিয়ে লাখ লাখ টাকা নেওয়ার ভিডিও প্রকাশ পেলেও, সেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?”—প্রশ্ন তোলেন তিনি।

তুষার ক্ষোভ প্রকাশ করে বলেন, “চাঁদাবাজির অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হলেও শুধু জেলা-উপজেলা কমিটিগুলো বাতিল করা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেই কেন্দ্রীয় কমিটিকে অক্ষত রাখা হয়েছে। এটা কি বিচারসঙ্গত?”

তিনি আরও বলেন, “ধরে নেওয়া যায়, সারা দেশেই চাঁদাবাজি হচ্ছিল। তাই সবাইকে বাদ, শুধু ‘বড়’ চাঁদাবাজরা থেকেই গেলেন। ধরা পড়লে একজনকে সাময়িক রিমান্ডে নেওয়া হচ্ছে, আর বাকিরা বহাল তবিয়তে আছেন।”