Print

Rupantor Protidin

টঙ্গীর খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় মিলেছে

প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৫ , ১:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৮, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

গাজীপুরের টঙ্গীতে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম ফারিয়া তাজনিম জ্যোতি (৩২)। তিনি রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা এবং মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। জ্যোতির বাড়ি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া এলাকায়।

তার চাচাতো বোন সুকতারা ইসলাম ঐশী গণমাধ্যমকে জানান, গতকাল রবিবার রাতে জ্যোতি চিকিৎসা নিতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালে যান। এরপরই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সামাজিক মাধ্যমে খবর দেখে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু মোবাইল বন্ধ পান। অনেক খোঁজাখুঁজির পর তারা নিশ্চিত হন, ম্যানহোলে পড়ে যাওয়া সেই নারীই ফারিয়া তাজনিম।

পথচারী একজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় তিনি তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ তিনি দেখতে পান, এক নারী ম্যানহোলে পড়ে যান। তিনি এবং তার ভাই উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়লেও, দ্রুত স্রোতে ভেসে যান ফারিয়া।

ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল রাত থেকেই উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা শাহিন আলম জানান, তাদের তিনটি ইউনিট এখনো উদ্ধার কাজে নিযুক্ত আছে, যতক্ষণ না তাকে উদ্ধার করা যায় ততক্ষণ অভিযান চলবে।

স্থানীয়দের অভিযোগ, শহরের ব্যস্ত মহাসড়কের পাশে এমন একটি খোলা ম্যানহোল কীভাবে এতদিন ধরে খোলা ছিল, সে প্রশ্নের উত্তর কর্তৃপক্ষের কাছে এখনো মেলেনি। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে সিটি করপোরেশনের এমন গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।