চাকরি ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সদ্য চাকরিচ্যুত কর্মকর্তারা।
সোমবার (২৮ জুলাই) সকাল থেকে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন ফেস্টুন নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন।
আন্দোলনকারীদের দাবি, কোনো ধরনের পূর্ব নোটিশ বা স্পষ্ট কারণ ছাড়াই ব্যাংক কর্তৃপক্ষ হঠাৎ করে গত সপ্তাহে ৫৪৭ জন কর্মকর্তা-কর্মচারীকে একযোগে চাকরি থেকে ছাঁটাই করেছে।
ছাঁটাই হওয়া কর্মকর্তারা জানান, তারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে ঢাকায় এসেছেন এবং এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা অবিলম্বে চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।