Print

Rupantor Protidin

মালয়েশিয়ায় আবারও ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের দুর্নীতির চিত্র সামনে এলো

প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৫ , ১১:১৮ পূর্বাহ্ণ | আপডেট: জুলাই ২৮, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ

Sheikh Kiron

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আবারও দুর্নীতির অভিযোগে আলোচনায় এসেছে। এবার এক শীর্ষ কর্মকর্তা বিদেশি শ্রমিকদের জন্য ভুয়া মেডিকেল ভিসা অনুমোদনের ঘটনায় তদন্তের মুখে পড়েছেন।

সূত্র জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তা নিজের ক্ষমতার অপব্যবহার করে একাধিক বিদেশি শ্রমিককে চিকিৎসার প্রয়োজনীয়তা ছাড়াই ভিসা প্রদান করেন। অথচ এই ধরনের মেডিকেল ভিসা সাধারণত শুধুমাত্র গুরুতর চিকিৎসাজনিত প্রয়োজনে অনুমোদন করা হয়।

ইতিমধ্যে ইমিগ্রেশন বিভাগ ও সংশ্লিষ্ট বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি, সন্দেহ করা হচ্ছে কিছু দালাল ও মেডিকেল এজেন্টের জালিয়াতির সম্ভাব্য সম্পৃক্ততা রয়েছে।

প্রশাসন জানিয়েছে, এই দুর্নীতির সঙ্গে জড়িত যেকোনো কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের নিরাপত্তা ও ইমিগ্রেশন ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এই ঘটনা ফের প্রমাণ করে দিলো, বিদেশি শ্রমিকদের অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতির প্রভাব এখনো মারাত্মক রকম বিদ্যমান, যা মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থার প্রতি বড় ধরনের হুমকি তৈরি করছে।