বিয়ে ভেঙে দেওয়ায় যশোরের এক তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে তামিম নামের এক যুবককে হয়রানিমূলক চারটি মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। কাবিননামায় ৭৫ লাখ টাকা দেনমোহর দাবি ও একাধিক ছেলের সঙ্গে মেয়েটির অনৈতিক সম্পর্কের অভিযোগে বিয়ে ভেঙে যায়।
এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটির পরিবারের সদস্যরা হয়রানিমূলক মামলা দায়ের করেছে। মিথ্যা মামলা, অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করে ওই যুবকের পরিবারকে বিপর্যস্ত করা হয়েছে। রবিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের পূর্ববারান্দী মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান হোসন। তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে হয়রানি থেকে মুক্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লোকমান হোসেন দাবি করেন, প্রায় এক বছর আগে একই এলাকার আনোয়ার হোসেনের কন্যা ফারজানা খাতুন ঐশির সঙ্গে পারিবারিকভাবে তার ছেলে তামিমের বিয়ের আলোচনা চলছিল। এসময় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের দিন নির্ধারিত হওয়ার পর আনোয়ার হোসেন বিয়ের কাবিন হিসেবে ৭৫ লাখ টাকা দাবি করেন, যা অযৌক্তিক হওয়ায় তিনি আপত্তি করেন। এছাড়াও তিনি ও তার পরিবারের সদস্যরা জানতে পারেন ঐশির সঙ্গে একাধিক ছেলের অনৈতিক সম্পর্ক রয়েছে। এমনকি একটি ছেলের সঙ্গে তার অন্তরঙ্গ মুর্হূতের ছবি তারা হাতে পান। এ অবস্থা বিয়ে ভেঙে যায়।
এঘটনার পর ছেলে তামিমকে ঘিরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় আনোয়ার হোসেন, তার মেয়ে ঐশি ও ভাই দেলোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪জন। তারা মিথ্যা মামলা দায়ের করে। যা সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন। পুলিশ প্রভাবিত হয়ে কোন রকম তদন্ত ছাড়াই সেসব মামলা রেকর্ড করেছে। যার ফলে তার পরিবার চরম হয়রানির শিকার হচ্ছে। মামলাবাজ আনোয়ার হোসেন একদিকে পুলিশকে ম্যানেজ করে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে।
অন্যদিকে বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে তার পরিবার ও ছেলের সম্মানহানি ও সামাজিকভাবে হেয় করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে লোকমান হোসেনের ছেলে তামিম আদালতে দুটি মামলা করেছে।
লোকমান হোসেন আরও দাবি করেন, উপরোক্ত ঘটনার মীমাংসার নাম করে তার ছেলেকে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে নাটক সাজিয়ে মেয়ে ঐশি ও ভাই দেলোয়ার হোসেনকে দিয়ে দুটি মামলা দায়ের করে প্রতিপক্ষ। পুলিশ কর্মকর্তা আত্মীয়ের প্রভাব খাটিয়ে তদন্ত ছাড়াই ওই মামলা রেকর্ড করেন। এছাড়াও তারা আদালতে আরও দুটি মিথ্যা অভিযোগে মামলা করেছেন। তিনি এইসব মিথ্যা ও কাল্পনিক সাজানো অভিযোগে দায়ের করা চারটি মামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি পরিবারের নিরাপত্তাও দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোকমান হোসেনের চাচা সোহরাব হোসন ও আকিকুর রহমান।
এদিকে এই সংবাদ সম্মেলনের কথা জানিয়ে আনোয়ার হোসেনের কাছে জিজ্ঞাসা করলে তিনি দাবি করেন, লোকমান হোসেনের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বরং তিনি নিজে যে মামলাগুলো করেছেন, প্রত্যেকটির ঘটনা সত্য। এক বছর ধরে লোকমান ও তার পরিবারের লোকজন তাদেরকে নানা ভাবে হয়রানি করছে। এসব ঘটনার জেরে তিনি একাধিক মামলা দায়ের করেছেন।’