Print

Rupantor Protidin

কোটচাঁদপুরে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৫ , ৯:৫৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৭, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ

Sheikh Kiron

ঝিনাইদহের কোটচাঁদপুর জুলাই গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

“জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল (জুলাই দ্রোহ)-এই স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে মিছিলটি বলুহর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে হাসপাতাল রোড, ব্রীজঘাট মোড়, পায়রা চত্বর, পৌর পাঠাগার, পোস্ট অফিস মোড় হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন স্ট্যান্ডে শেষে হয়। এতে অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের কোটচাঁদপুর উপজেলা শাখার নেতাকর্মী।

মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জুলাই মাসে শত শত নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আজও না হওয়ায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবিরের জেলা সেক্রেটারি উবাইদুর রহমান । তিনি বলেন, “জুলাই মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানো হয়েছিল। আজও সে হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি শফিক হাসান, উপজেলা সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম।

উল্লেখ্য, জুলাই গণহত্যা দিবস উপলক্ষে সারাদেশে একযোগে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
আনসারী