Print

Rupantor Protidin

সাবেক এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চার ছাত্রনেতা রিমান্ডে!

প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২৫ , ৬:৪৪ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৭, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ণ

Sheikh Kiron

সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে চার ছাত্রনেতার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডে যাওয়া চারজন হলেন–বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।

আদালতে হাজিরের সময় উপস্থিত লোকজন ‘চাঁদাবাজ’ ‘চাঁদাবাজ’ স্লোগান দেয়। স্লোগান শুনে গ্রেপ্তার ছাত্রনেতারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন।

এই ঘটনায় গুলশান থানায় একটি মামলা দায়ের করেছেন সাবেক এমপি শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে একজন কিশোর হওয়ায় তার বিচার শিশু আদালতে হবে।

মামলার এজাহারে বলা হয়, গত ১৭ জুলাই অভিযুক্ত আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু নিজেদের “সমন্বয়ক” পরিচয় দিয়ে বাদীর গুলশান-২ এর বাসায় গিয়ে ৫০ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার দাবি করেন। তারা ভয়ভীতি প্রদর্শন করে বলেন, দাবি পূরণ না হলে বাদীকে আওয়ামী লীগের দালাল এবং স্বৈরাচার সমর্থক বলে চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভয়ে বাদী তখন ১০ লাখ টাকা দিয়ে দেন। এরপর ১৯ জুলাই ফের এসে বাকি ৪০ লাখ টাকা দাবি করে। সর্বশেষ ২৬ জুলাই রাত ৮টার দিকে আবারও ওই বাসায় গিয়ে স্বর্ণালঙ্কার নিতে গেলে পরিবারের লোকজন গুলশান থানায় খবর দেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে রিয়াদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে অভিযুক্ত কাজী গৌরব অপু পালিয়ে যান।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয় এবং আদালত তা মঞ্জুর করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।