টাঙ্গাইলে এক আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের কোনও বক্তব্য আমার অপছন্দ হয়নি। বরং এখন তারেক রহমান বাংলাদেশের জন্য একজন যোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।”
শনিবার (২৬ জুলাই) টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে কাদের সিদ্দিকী আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আদর্শিক দল এক নয়। শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের চেতনাকে অবমূল্যায়ন করেছে। আমি আওয়ামী লীগকে নয়, শেখ হাসিনার দলকে স্বৈরাচারী বলি।”
তিনি বলেন, “জয় বাংলা বলার অপরাধে মানুষকে জেলে দেওয়া হয়েছে— এটা মেনে নেওয়া যায় না। শেখ হাসিনার পতন কোনো আন্দোলন নয়, বরং তার নিজের দমন-পীড়নের ফল।”
তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যারা বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং শেখ হাসিনার পতনের পথ তৈরি করেছে, আমি এখন পর্যন্ত তাদের পক্ষেই আছি। তারা যদি নিজেদের সীমা লঙ্ঘন না করে, তবে ভবিষ্যতেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে।”
আলোচনায় বীর বিক্রম আবুল কালাম আজাদ, বীর প্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা, ফজলুল হক, আব্দুল্লাহসহ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন।