Print

Rupantor Protidin

চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কসহ হাতেনাতে গ্রেপ্তার ৫

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৫ , ৯:৪৮ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ণ

Sheikh Kiron

রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

গুলশান থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন কয়েক দিন আগে সাবেক এমপি শাম্মি আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই দিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন।

আজ বাকি টাকা আনতে গেলে খবর পেয়ে পুলিশ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে বর্তমানে গুলশান থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।