Print

Rupantor Protidin

KLIA-তে বিশেষ অভিযান: ৯৯ বিদেশি মালয়েশিয়ায় ঢুকতে ব্যর্থ, ফেরত পাঠানো হলো

প্রকাশিত হয়েছে: জুলাই ২৬, ২০২৫ , ৭:৫১ অপরাহ্ণ | আপডেট: জুলাই ২৬, ২০২৫, ৮:১৪ অপরাহ্ণ

Sheikh Kiron

সেপাং, ২৬ জুলাই ২০২৫ –
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (KLIA) টার্মিনাল ১-এ পরিচালিত একটি বিশেষ অভিযানে ৯৯ জন বিদেশি নাগরিককে দেশে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার সীমান্ত সুরক্ষা সংস্থা Agensi Kawalan dan Perlindungan Sempadan (AKPS)।

অভিযানটি পরিচালিত হয় উচ্চ-ঝুঁকিপূর্ণ ফ্লাইটগুলোকে লক্ষ্য করে। এতে ৪০০-র বেশি যাত্রীর ভ্রমণ তথ্য, নথিপত্র এবং নিরাপত্তা যাচাই করা হয়।

AKPS জানায়, ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন:

  • ৮০ জন বাংলাদেশি পুরুষ

  • ১০ জন ভারতীয়

  • ৯ জন পাকিস্তানি নাগরিক

এদের অনেকের ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট ছিল না, কেউ কেউ সঠিক ডকুমেন্টেশন দেখাতে ব্যর্থ হন, এবং কারো কারো অতীত ভ্রমণ ইতিহাস সন্দেহজনক মনে হয় বলে জানানো হয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন নীতির পরিপন্থী কর্মকাণ্ড প্রতিরোধে এই অভিযান পরিচালিত হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও বজায় থাকবে।”

প্রত্যেক যাত্রীকে অভিবাসন আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।